ব্ল্যাকমেইল করে ৬৬ নারীকে ধর্ষণ, ডেলিভারি বয় গ্রেফতার
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৯
অন্তত ৬৬ জন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অনলাইন বিপণির এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্ত ওই ডেলিভারি বয়কে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে ঘটেছে এই ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্ত বিশাল বর্মা পেশায় একটি অনলাইন বিপণির ডেলিভারি বয়।
তার বিরুদ্ধেই এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পুলিশ সূত্র জানিয়েছে, বিশাল পণ্য পৌঁছে দেওয়ার পর ফিডব্যাক নেওয়ার নামে নারীদের ফোন নম্বর সংগ্রহ করত। তার পর নানা কৌশলে তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতো। এর পর বিভিন্ন সময়ে ভিডিও কল করে নানা মুহূর্তের ছবির স্ক্রিনশট জমিয়ে রাখতো। সুযোগ বুঝে সেই সব ছবি দেখিয়ে নারীদের ব্ল্যাকমেইল করে ধর্ষণ করতো বলে অভিযোগ।