একুশের প্রথম প্রহর থেকেই মোবাইল ফোনে বাংলায় এসএমএস পাঠাতে খরচ ২৫ পয়সা পড়বে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, সর্বস্তরে বাংলা ও প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে এবং সমৃদ্ধ করতে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে বাংলায় এসএমএসের মূল্য ২৫ পয়সা করেছে সরকার।
শনিবার সকালে এক ওয়েবিনারে এসব তথ্য জানান তিনি। তথ্যপ্রযুক্তি ও টেলিকম সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এ ওয়েবিনারের আয়োজন করে।