কেন প্রথা ভেঙ্গে ঋতুমতী অবস্থায় পুজো করলেন পশ্চিমবঙ্গের এক ছাত্রী
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৯
হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যুগ যুগ ধরে এই ধারণা আছে, মাসের যে কদিন কোনও নারী ঋতুমতী থাকবেন, সেই কদিন তিনি পুজো বা কোনও রকম ধর্মীয় কাজে অংশ নিতে পারবেন না, মন্দিরে যেতে পারবেন না।
কলকাতার এক কলেজ ছাত্রী এবার তার বাড়িতে সরস্বতী পুজো করে সেই ছবি ফেসবুকে আপলোড করেছেন। তার সঙ্গে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে পুজোর দিন তিনি ঋতুমতী ছিলেন।
ফেসবুকে পুজোর ছবি এবং নিজের শারীরিক অবস্থার কথা ঘোষণা করার পর থেকেই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়ে গেছে।
অনেকেই যেমন মন্তব্য করছেন যে অত্যন্ত সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন তিনি, তেমনই বদনামও করা হচ্ছে তাকে।