ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আরেক শিক্ষককে নিয়ে কটূক্তি করছে, একজন আরেকজনকে চৌর্যবৃত্তির দায়ে অভিযুক্ত করছে। এসব আবার সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
সম্প্রতি সাংবাদিকতা বিভাগের সামিয়া রহমানসহ তিন শিক্ষকের বিরুদ্ধে সিন্ডিকেট শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পর আরও একজন খ্যাতনামা শিক্ষকের বিষয়েও পত্রিকায় খবর এসেছে। এই চৌর্যবৃত্তির অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও নানা জনের বিরুদ্ধে এসব অভিযোগ শোনা গেছে। কিন্তু এবার হইচই যেন বেশ অন্যরকম।