এই সময় ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট আঙ্কেলের কাছে সাত খুন মাফের আর্জি শবনমের নাবালক পুত্রসন্তানের। স্বাধীন ভারতে প্রথম মহিলা কয়েদি শবনমের ফাঁসির প্রস্তুতি চলছে উত্তরপ্রদেশের মথুরার জেলে। এই চরম মুহূর্তে বিরলের মধ্যে বিরলতম নৃশংস অপরাধে অভিযুক্ত ৩৮-এর শবনমের ফাঁসি খারিজের আবেদন নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ তাঁর ছেলে ।