বসন্ত আসতেই বাড়ছে তাপমাত্রা, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাও

এইসময় (ভারত) প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:০১

ফাল্গুনের ১০ পেরোয়নি এখনও। তবে আবহাওয়া বলে দিচ্ছে, বসন্ত এসে গিয়েছে। বাতাসে ঠান্ডার পরশ সে ভাবে নেই। শীতের জামা কাপড়ের প্রয়োজন পড়ছে না খুব একটা। সরস্বতী পুজোর দিন থেকেই এ বছর একপ্রকার বিদায় জানিয়েছে শীত । এবার আসা যাওয়ার মাঝে সময়টুকু! গরম পড়াটা সময়ের অপেক্ষা। অন্তত আবহাওয়া তেমনই আভাস দিচ্ছে।

বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ছিল। আর শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে, ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। দিনভর আংশিক মেঘলা আকাশ। সপ্তাহের একদম শেষে বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস এমনটাই। হাওয়া অফিসের এক কর্তা বলছিলেন, পশ্চিমের কিছু জেলায় আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ,পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us