তৌসিফ-সাফার ‘লাভার্স ফুড ভ্যান’

ইত্তেফাক প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৬

রোমান্টিক নাটকের জুটি হিসেবে দারুণ জনপ্রিয় তৌসিফ মাহবুব ও সাফা কবির। এবার তারা জুটি বাঁধলেন আরও একটি নাটকে। নাটকের নাম ‘লাভার্স ফুড ভ্যান’। এটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা ভিকি জাহেদ।

‘লাভার্স ফুড ভ্যান’-এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। টিএইচ তন্ময় ও রাব্বি রাজের প্রযোজনায় নাটকের চিত্রগ্রাহক ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন অর্ণব হাসনাত। রোমান্টিক থ্রিলারধর্মী গল্পের এই নাটকটিতে গান ব্যবহৃত হয়েছে দুটি। এর মধ্যে ওয়াসিক সৈকতের কথা এবং টিএইচ তন্ময় ও তানজীরের সুরে একটি গান গেয়েছেন কনা ও তানজীর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us