'অনেক বড় ষড়যন্ত্র, রেল দায় এড়াতে পারে না' চিকিৎসাধীন জাকিরকে দেখে বললেন মমতা
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩১
বোমার আঘাতে জখম মন্ত্রীকে দেখতে SSKM হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থা নিয়েও খোঁজ নেন তিনি। বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের মধ্যে শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। ঘটনায় মন্ত্রী ছাড়াও জখম হয়েছেন বেশ কয়েকজন। মন্ত্রীকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাঁকে SSKM আনা হয়। কলকাতায় যাওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে গিয়েছিলেন তিনি। তাঁর মধ্য়েই এই ঘটনা। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বেরিয়ে মমতা বলেন,'জাকির এখনও অপারেশন থিয়েটারে আছে। আরও ২৬ জন মতো জখম হয়েছেন। ব্য়াপারটা খুবই ভয়াবহ। যা শুনলাম, রিমোট ব্লাস্ট করা হয়েছে। প্রাথমিকভাবে যা জানা গিয়েছে, মনে হচ্ছে এটা পরিকল্পনা করে করা হয়েছে। রেলের জায়গায় এই ঘটনা, অনেক বড় ষড়যন্ত্র। রেল দায় এড়াতে পারে না।' জখমদের চিকিৎসার দায় নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন তিনি। জখমদেরর ৫ লাখ টাকা, যাঁরা অল্প জখম হয়েছেন, তাঁদের এক লাখ টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।