নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি উন্নয়নকাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। এ প্রকল্পের বিষয়ে খোঁজ করতে গিয়ে জানা গেল, অনলাইনে (ই–জিপি) দরপত্রে অংশ নিয়েছে একটিমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠান। মূল্যায়ন শেষে ওই প্রতিষ্ঠানকেই কার্যাদেশ দিয়েছে পাউবো। আবার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানটি বলছে, দরপত্রে অংশগ্রহণ না করে কাদের মির্জার লোকজন তাঁদের কাছ থেকে কাজটি নিতে চেয়েছিলেন। সেটি না পেয়ে এখন নানা কথা বলছেন, বাধার সৃষ্টি করছেন।
গত রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কাদের মির্জা প্রকল্পটি নিয়ে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হকের সমালোচনা করেন কাদের মির্জা। তাঁর দাবি, নোয়াখালীর একজন সাংসদ এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শামছুদ্দিন ওরফে জেহানের নিয়ন্ত্রণে থাকা কাজটি কিনে নিয়েছেন ফেনীর এক উপজেলা চেয়ারম্যান।