বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে সর্বাধিক ছবির ঘোষণা আসল ১৬ ফেব্রুয়ারি রাতে এফডিসিতে। ১০০টি সিনেমা তৈরির উদ্যোগ নিয়েছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। বিএফডিসির একটি ফ্লোরে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।। একই সঙ্গে ১০টি ছবির মহরত হয়।
এই ১০০ ছবির সমন্বয়ক হিসেবে যুক্ত আছেন পরিচালক শাহীন সুমন ও অপূর্ব রানা।ঘোষণা অনুসারে ছবিগুলো পরিচালনা করবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ১০০ নির্মাতা। সিরিয়াল নির্ধারণ করা হয়েছে গতকাল সবার সামনে লটারির মাধ্যমে। এরমধ্যে ১০টি ছবির কাজ চলতি মাসের ২২তারিখ থেকেই শুরু হবে।’