সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করে এক মাসের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছেন আদালত। আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ফারুক আহমদের রিট আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ৩০ জানুয়ারি জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মাত্র দুই ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ। এদিন রাতে বেসরকারিভাবে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাদমান সাকিব। প্রাপ্ত ফলাফলে আব্দুল আহাদ (স্বতন্ত্র) পেয়েছিলেন ২০৮৩ ভোট। তার নিকটতম প্রার্থী ফারুক আহমেদ (স্বতন্ত্র) পান ২০৮১ ভোট।