শিক্ষক-ডাক্তার নিয়োগে ‘দুর্নীতি’ নিয়ে তোলপাড়

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৩

স্কুলের বিভিন্ন স্তরে নিয়োগ নিয়ে নানান অভিযোগ আদালত পর্যন্ত গড়িয়েছে। এ বার শিক্ষক-চিকিৎসক নিয়োগের ক্ষেত্রেও রাজ্যের স্বাস্থ্য দফতরে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠল। এর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ডাক্তারদের তরফে। হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ড গত ১৫ ফেব্রুয়ারি শিক্ষক-চিকিৎসকের পদে মোট ৬৪৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে। তার পরেই চিকিৎসক মহলের একটি বড় অংশ প্রতিবাদ ও সমালোচনায় মুখর হয়েছে। মঙ্গলবার, সরস্বতী পুজোর দিন সকাল থেকেই সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়।

চিকিৎসকদের একাংশের অভিযোগ, নির্লজ্জ ভাবে স্বজনপোষণ করে বেশির ভাগ ক্ষেত্রে শাসক দলের বিভিন্ন নেতা-মন্ত্রীর আত্মীয় ও শাসক দলের ঘনিষ্ঠ প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। সাধারণ এমবিবিএস পাশ প্রার্থীদের নিয়োগ করা হয়েছে অথচ বাদ দেওয়া হয়েছে স্নাতকোত্তর ও পোস্ট ডক্টরাল ডিগ্রিধারীদের। হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ডের কর্তারা অভিযোগ অস্বীকার করেছেন। স্বাস্থ্য দফতরের কর্তারা এই বিষয়ে মুখ খুলতে চাননি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us