'আপনারা লক্ষ কোটির সংস্থা কিন্তু গোপনীয়তা আরও মূল্যবান', হোয়াটসঅ্যাপকে কড়া নোটিশ সুপ্রিম কোর্টের
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৪
গ্রাহকদের গোপনীয়তা রক্ষা নিয়ে হোয়াটসঅ্যাপকে নোটিশ সুপ্রিম কোর্টের। 'আপনারা ২-৩ ট্রিলিয়ন ডলারের (লক্ষ কোটি) টাকার সংস্থা হতে পারেন, কিন্তু মানুষের গোপনীয়তা তার থেকেও বেশি মূল্যবান।'সোমবার মেসেজিং অ্যাপ সংস্থা Whatsapp-কে এমনই কড়া বার্তা শীর্ষ আদালতের।
চলতি বছরের জানুয়ারিতে Whatsapp সংস্থা নিজেদের পরিষেবা সংক্রান্ত সুরক্ষাবিধিতে বড়সড় পরিবর্তন আনে। সংস্থার তরফে বলা হয়, গ্রাহকদের বেশ কিছু তথ্য সংস্থার অন্য সোশ্যাল মিডিয়া উইং ফেসবুককে দেবে হোয়াটসঅ্যাপ এবং এই শর্তে সায় দিতে হবে সমস্ত ব্যবহারকারীকে। এই ঘোষণার পরই গ্রাহকদের তথ্য সুরক্ষা ও গোপনীয়তার অধিকার নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে। ৮ ফেব্রুয়ারি এই বিধি চালু হওয়ার কথা থাকলেও বিতর্কের মুখে পড়ে কার্যত তা স্থগিত রাখতে বাধ্য হয় সংস্থা।