বাংলাদেশের দত্তক শিশু: 'বেবি নাম্বার টু-টু-সিক্স যেভাবে আমার হলো'
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৪
নানা জালিয়াতি এবং কেলেঙ্কারির কারণে নেদারল্যান্ডসের সরকার বাংলাদেশসহ পাঁচটি দেশ থেকে শিশু দত্তক নেয়া সাময়িকভাবে স্থগিত রেখেছে। বাংলাদেশ থেকে শিশু দত্তক নেয়ার আইনে যথেষ্ট কড়াকড়ি আছে। যেসব নিঃসন্তান বিদেশি দম্পতি বাংলাদেশ থেকে শিশু দত্তক নিতে চান, তাদের কী প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়? ইউরোপের একটি দেশে অবস্থানরত এক দম্পতি তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন বিবিসি বাংলার শাহনাজ পারভীনের কাছে:
বেবি নাম্বার টু-টু-সিক্স। ২২৬ নম্বর শিশু। একটি সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশুটিকে এই নামেই ডাকা হতো, কারণ তার আগের নাম-পরিচয় কারও জানা ছিল না।
বেবি নাম্বার টু-টু-সিক্সের এখন একটা নতুন নাম রাখা হয়েছে। কিন্তু তার নতুন নামটিও আমরা জানাতে পারছি না তার পরিচয় গোপন রাখার স্বার্থে।