জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার রেকর্ড সংখ্যক অতিথি পাখি
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবারের মৌসুমে অতিথি পাখির সংখ্যা বেড়েছে। শীতের এ মৌসুমে ক্যাম্পাসে সাত হাজারের বেশি অতিথি পাখি এসেছে। পাখির এই সংখ্যা বিগত দুই দশকে সর্বোচ্চ বলে জানিয়েছেন পাখি বিশেষজ্ঞরা।
পাখি বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ফলে এবার পাখির প্রতি দর্শনার্থীর উৎপাত ছিল না। এ কারণেই অতিথি পাখির সংখ্যা রেকর্ড সংখ্যক বেড়েছে।