Xiaomi-র অবিশ্বাস্য উদ্ভাবন! নতুন ফোনে 'Waterfall' ডিসপ্লে, নেই কোনও বাটন

এইসময় (ভারত) প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩০

বিশ্বে এই প্রথম এমনতর ডিসপ্লে নিয়ে হাজির হল জনপ্রিয় চিনা স্মার্টফোন-মেকার Xiaomi। এক নয়া কনসেপ্ট নিয়ে কাজ করছে Xiaomi, যাতে থাকছে কোয়াড-কার্ভড এবং Waterfall ডিসপ্লে। এ এক এমনই ডিসপ্লে যার চতুর্দিকে কার্ভস থাকছে। 88 ডিগ্রি হাইপার স্ক্রিন ডিজাইনে সমৃদ্ধ এই স্মার্টফোনের ডিসপ্লে এমনই চাকচিক্যবহুল হতে চলেছে, যা ফোনের তলকে অনেকখানিই জলতলের অনুভূতি দিতে পারে। কোম্পানি পোশাকি ভাষায় যাকে 'Waterfall' বলছে।

লুকের দিক থেকে সমগ্র ফোনজুড়েই থাকছে স্ক্রিন। পাশাপাশিই ফোনে কোনও পোর্টস বা বাটনস দেওয়া হচ্ছে না। সম্প্রতি Xiaomi-র তরফে একটি টিজার ভিডিয়ো শেয়ার করা হয়েছে। আর সেই ভিডিয়োতেই নজরে এসেছে ফোনের রিয়ার ক্যামেরা সেটআপ। যদিও ক্যামেরা মডিউল ছাড়া ফোনটিতে আর কোনও এজেস থাকছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us