You have reached your daily news limit

Please log in to continue


রুয়ান্ডার লেকে মাছ ফিরিয়ে আনার কর্মসূচি

আফ্রিকার ডিআর কঙ্গো আর রুয়ান্ডা সীমান্তে লেক কিভু অবস্থিত৷ ২০১৮ সালে এই লেকের রুয়ান্ডা অংশে প্রায় ১৯ হাজার টন মাছ ধরা পড়েছিল, যা দেশটির মোট মাছ ধরার প্রায় ৭০ শতাংশ৷ লেক কিভুর পূর্ব পাশে রুয়ান্ডা৷ দেখতে শান্তির জায়গা মনে হলেও নিয়মইয়ুম্বার জেলেরা ভালো নেই৷ কারণ, রুয়ান্ডার দুই ডজন লেকের মতোই লেক কিভুতেও মাছের খুব অভাব দেখা দিয়েছে৷ মূলত সার্ডিন আর বিভিন্ন রকমের তেলাপিয়া মাছ পাওয়া যায় এই লেকে৷ ২০১৮ সালে প্রায় ১৯ হাজার টন মাছ ধরা হয়েছিল, যা রুয়ান্ডার মোট মাছ ধরার প্রায় ৭০ শতাংশ৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন