তবে কি ট্রাম্পের সূত্র কাজে লাগাল মিয়ানমারের জান্তা
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫১
মিয়ানমারের জেনারেলরা তর্কে তর্কেই ছিলেন। তাঁরা জুতসই অজুহাত খুঁজছিলেন। গত বছরের নভেম্বরে মিয়ানমারের জান্তারা একটা মোক্ষম অজুহাত পেয়ে যান। এ ক্ষেত্রে সম্ভবত তাঁদের পথ দেখান যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাবছেন সেটা কী করে হয়? তবে চলুন, সূত্র মেলানো যাক।
যুক্তরাষ্ট্রে গত বছরের ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের রাতেই ট্রাম্প আজগুবি এক দাবি করে বসেন। তিনি ভোটে ব্যাপক কারচুপি-জালিয়াতির অভিযোগ তোলেন। তারপর ধারাবাহিকভাবে দিন-রাত একই কথা আওড়াতে থাকেন।