মানবদেহের সবচেয়ে সুন্দর অঙ্গ হচ্ছে চোখ। চোখের মাধ্যমে আমাদের সৌন্দর্যের অনেকটাই ফুটে ওঠে। চোখ সুন্দর হলে মুখের গঠনও অনেকটা বদলে যায়। কিন্তু সেই সুন্দর চোখের চারপাশে যদি রিঙ্কেল বা কোঁচকানো রেখা দেখা যায়, তাহলে তা সবার ক্ষেত্রেই অস্বস্তিকর।
বয়সের সঙ্গে সঙ্গে অনেকের রিঙ্কেল বাড়তে থাকে। তবে যাদের কম বয়সেই চোখের চারপাশের চামড়া কুঁচকে যায় তাদের কষ্টের সীমা থাকে না। এজন্য নানান ধরনের পণ্য ব্যবহার করেন। তারপরও মুক্তি মেলে না এই সমস্যা থেকে। চলুন জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে কীভাবে এই সমস্যা দূর করতে পারেন।