প্রথম সন্তানের মুখ দেখার অনুভূতি কেমন? জিজ্ঞেস করতে পারেন বিরাট কোহলিকে। কন্যা ভামিকাকে দেখার অনুভূতি বাবা হিসেবে কোহলিও বলতে পারবেন না। শব্দগুলো হয়তো কারও মুখেই ঠিকঠাক আসে না। অপূর্ণ মনে হয়। কোহলির নতুন এই জগতের বাইরে চিরা চেনা জগৎটা কিন্তু প্রাপ্তিতে ভরপুর। সামনেও তাঁকে হাতছানি দিয়ে ডাকছে অনন্য এক প্রাপ্তি।
সেখানে আর কেউ নেই। কোহলি এত দিন যেখানে দাঁড়িয়ে, সেখানে তাঁর সঙ্গী শুধু রিকি পন্টিং। ভারতের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে তাদের সাবেক অধিনায়ককে তাঁর দেশের মাটিতেই পেছনে ফেলার সুযোগ পেয়েছিলেন কোহলি।