ইউটিউবের ভিডিওগুলো সংরক্ষিত থাকে কোথায়, এর মেমরি তাহলে কত?
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪১
বর্তমানে ইউটিউব বিনোদন এবং আয়ের অন্যতম মাধ্যম বলা যায়। ইউটিউব সান ব্রুনো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি মার্কিন অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম। পেপ্যালের তিন প্রাক্তন কর্মচারী—চড হারলি, স্টিভ চেন, এবং জাওয়েদ করিম- ২০০৫ সালের ফেব্রুয়ারিতে এ পরিসেবাটি তৈরি করেছিলেন।
ইউটিউব হচ্ছে অ্যালফাবেট ইঞ্জ মালিকানাধীন ভিডিও শেয়ারিং সাইট, যাদের রয়েছে গুগল সহ আরো অনেক বড় কোম্পানি।ভিডিও শেয়ারিং সাইট আরো থাকলেও কেউই ইউটিউব এর মত ইউজার ফ্রেন্ডলি এবং জনপ্রিয় কোনো প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারেনি।