নয়াপল্টন চায়না টাউন মার্কেটের সামনের ফুটপাতের হকারদের হুমকি ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ব্যানারে এ সমাবেশ হয়।
সমাবেশের প্রধান অতিথি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, যে রাষ্ট্রে বেকার আছে সেখানেই হকার আছে। এ দেশে চোরদের সম্মান আছে অথচ হকারদের সম্মান নেই। এই হকাররা নিজেরা কাজ যোগাড় করে বেঁচে থাকার চেষ্টা করছে। কিন্তু উচ্ছেদের নামে তাদের পেটে লাথি মারা হচ্ছে। এর পরিণতি ভালো হবে না।