You have reached your daily news limit

Please log in to continue


মোবাইলে আর্থিক সেবায় দিনে ২২০০ কোটি টাকার লেনদেন

মাত্র তিন বছরে মোবাইলে আর্থিক সেবায় (এমএফএস) লেনদেন দ্বিগুণ হয়ে গেছে। আর গ্রাহকও বেড়েছে সমান হারে। এর ফলে এখন দৈনিক প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকার লেনদেন হচ্ছে বিকাশ, রকেটের মতো সেবার মাধ্যমে। তিন বছর আগেও দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার কোটি টাকার মধ্যে। এ খাতের আরেক প্রতিষ্ঠান ‘নগদ’-কে হিসাবে ধরলে দৈনিক লেনদেন ২ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এমনিতেই চালু হওয়ার পর থেকে এমএফএস সেবায় ভালো প্রবৃদ্ধি হচ্ছিল। আর করোনা এসে তাতে নতুন মাত্রা যোগ করে। এর ফলে শুধু ২০২০ সালেই লেনদেন বেড়েছে ১৬ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের এ-সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে। তবে ডাক বিভাগের সেবা ‘নগদ’-এর তথ্য যুক্ত প্রতিবেদনে যুক্ত করেনি কেন্দ্রীয় ব্যাংক। কারণ, সেবাটি এখনো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে। নগদের হিসাব যুক্তহলে এ সেবার আওতায় দৈনিক লেনদেন ২ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। নগদের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ৩০০ কোটি টাকার লেনদেন হচ্ছে বলে জানিয়েছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন