বিপ্লবের ১০ বছর পূর্তি উপলক্ষে তিউনিসিয়ায় আবার বিক্ষোভ শুরু হয়েছে। এই বিক্ষোভ রাজধানী তুনিসের গণ্ডি পেরিয়ে প্রায় অন্য সব বড় শহরে ছড়িয়ে পড়েছে। ক্রমে অস্থিরতা বাড়ছে। হাজারেরও বেশি বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে। করোনা মহামারির ভয়কে উপেক্ষা করে মানুষের এই বিক্ষোভ তিউনিসিয়ায় প্রচলিত রাজনীতির বিপক্ষে এক স্পষ্ট প্রতিবাদ।
গণমানুষ নতুনত্ব চায়, পরিবর্তন চায়। আঞ্চলিক রাজনীতি এবং ধর্ম আর সেক্যুলারিজমের তর্কে পিষ্ট না হয়ে দারিদ্র্য ঘোচাতে চায়। কিন্তু প্রধান রাজনৈতিক দলগুলোও ক্রমাগত রক্ষণশীল গণমানুষের এই আরজিকে উপেক্ষা করে আসছে। তিউনিসিয়ায় চলমান এই বিক্ষোভ ঘুরিয়ে দিতে পারে আঞ্চলিক রাজনীতির স্রোত।