রাজ্জাক তো জানেনই, ‘সহজ ভাবলে সহজ, কঠিন ভাবলে কঠিন’

প্রথম আলো প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ১৭:৩৯

জীবনের নতুন অধ্যায় শুরুর সংকেতবাহী খবরটা যে আবদুর রাজ্জাক ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝপথে পেলেন, এটাকে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। ক্রিকেটার রাজ্জাকের জীবনের সঙ্গে এই ওয়েস্ট ইন্ডিজ যে ওতপ্রোতভাবে জড়িয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক সিরিজেই প্রথম ডাক পেয়েছিলেন বাংলাদেশ দলে, এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তাঁর ক্যারিয়ারের পুনর্জন্ম। এখন দেখা যাচ্ছে, রাজ্জাকের শেষ ওয়ানডেটিও এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই।

এত দিন বলতে হতো, সর্বশেষ ওয়ানডে। খেলা তো আর ছাড়েননি। চার বছরের বিরতির পর ২০১৮ সালে যেভাবে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছিল, ওয়ানডেতেও তো তেমন হতেই পারত। খেলা চালিয়ে গেলে ক্রিকেটে শেষ বলে যে কিছু নেই, তার সবচেয়ে বড় উদাহরণের গল্পটি তো আমাদের চোখের সামনেই লেখা হচ্ছে। যা লিখছেন পাকিস্তানি ব্যাটসম্যান ফাওয়াদ আলম। আবদুর রাজ্জাকও মনে মনে এমন কিছুর স্বপ্ন দেখতেন কি না, আমরা তা জানি না। এখন অবশ্য এই আলোচনার আর কোনো অর্থ নেই। জাতীয় নির্বাচক হিসেবে রাজ্জাককে নির্বাচন করার ঘোষণা নিশ্চিত করে দিয়েছে, ২০১৪ সালের ২৫ আগস্ট সেন্ট কিটসেই শেষ হয়ে গেছে তাঁর ওয়ানডে ক্যারিয়ার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us