আমাকে এত পছন্দ করেছে, আমি অভিভূত: নবনির্বাচিত মেয়র
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ১৫:১২
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে বলে মনে করেন নবনির্বাচিত মেয়র নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন–উত্তর তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে রেজাউল এ কথা বলেন। নবনির্বাচিত মেয়র বলেন, ‘মানুষ আমাকে এত পছন্দ করেছে, আমি অভিভূত। মানুষ ভালোবেসেছে, মর্যাদা–সম্মান দিয়েছে। কথা দিতে পারি, সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব।’