জামার উপর দিয়ে শরীর স্পর্শ কি শিশুদের যৌন নিগ্রহ? এবার যা জানাল সুপ্রিম কোর্ট...

এইসময় (ভারত) প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ২১:৩৪

জামাকাপড় না খুলিয়ে যদি কোনও শিশুর স্তনে হাত দেওয়া হয়, তা হলে তাকে পকসো আইন অনুযায়ী যৌন নিগ্রহের মধ্যে ধরা হবে না, সম্প্রতি এমনই রায় দিয়েছিল বম্বে হাইকোর্ট। এরপরই গোটা দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। হাইকোর্টের রায়ের নৈতিকতা নিয়েও প্রশ্ন ওঠে নানা মহলে। কিন্তু সুপ্রিম কোর্টে সেই 'বিতর্কিত' রায়ে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, ফের দু'সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে।

বুধবার অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের কাছে এই মামলাটির প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, 'এই নির্দেশ অত্যন্ত উদ্বেগজনক ও এটি একটি বিপজ্জনক উদাহরণ তৈরি হয়ে যেতে পারে।' এরপরই বিচারপতি বোবডের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ অভিযুক্ত পক্ষ ও মহারাষ্ট্র সরকারকে নোটিশ পাঠিয়েছে। আগামী দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট জানাতে বলেছে দেশের শীর্ষ আদালত। তবে, এই দু'সপ্তাহ হাইকোর্টের রায় কার্যকর হবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us