নাস্তা করতে বেরিয়ে ভোটের সংঘাতে প্রাণ গেল আলাউদ্দিনের
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ১৫:১৩
কাজে বের হওয়ার আগে সকালে ঘর থেকে বেরিয়েছিলেন নাস্তা করতে। কিন্তু নাস্তা সেরে আর ঘরে ফেরা হলো না নির্মাণশ্রমিক আলাউদ্দিনের। নির্বাচনী সহিংসতা প্রাণ কেড়ে নিল তার।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ডের ফ্লোরাপাস রোডে রেললাইনের পাশে ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রের সামনে গুলিতে মারা যান আলাউদ্দিন ওরফে আলম (২৩)।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বর্তমানে সার্বিকভাবে পরিস্থিতি ভালো। কিছু কিছু উত্তেজনা আছে আপনারাও দেখছেন।”