জ্যাক মার পছন্দের তিন মানুষ

প্রথম আলো প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ০৯:৫০

চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এবং এর প্রতিষ্ঠাতা জ্যাক মার প্রসঙ্গ এলে আরও যে তিনজনের কথা আলোচনায় আসে, তাঁরা হলেন জ্যাং ইং, জিন ইয়ং এবং জেরি ইয়াং। আলিবাবাকে আজকের এই অবস্থানে নিয়ে আসতে তাঁদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অবদান তো আছেই। জ্যাক মার সঙ্গে এই তিনজনের সম্পর্কে কেমন—চলুন, আজ তা-ই দেখা যাক।

জ্যাক মার স্ত্রী জ্যাং ইং

হাংঝ্যু নরমাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় দুজনের পরিচয়। পড়াশোনা শেষে ১৯৮০ সালের দিকে বিয়ে করেন। শুরুতে দুজনেই পেশা হিসেবে শিক্ষকতা বেছে নেন।

এরপর জ্যাক মা যখন আরও ১৭ জন সহপ্রতিষ্ঠাতার সঙ্গে ১৯৯৯ সালে আলিবাবা চালু করেন, জ্যাং ইং ছিলেন অন্যতম অংশীদার। শক্ত হাতে সামলেছেন প্রতিষ্ঠানের অনেক জটিল কাজ। আলিবাবার যাত্রা শুরু হওয়া পর্যন্ত জ্যাক মা ও পুরো দলকে সমর্থন দিয়ে গেছেন। আলিবাবা যখন পুরোদমে ব্যবসা শুরু করে, জ্যাং তখন আলিবাবার চীন বিভাগের মহাব্যবস্থাপকের দায়িত্ব নেন। পরবর্তী সময়ে সন্তান ও সংসার সামলানোয় মনোযোগ দেওয়ার জন্য ২০০৪ সালে আলিবাবা থেকে পদত্যাগ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us