পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের কার্যক্রম শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে সরকারবিরোধী দলগুলো নিয়ে নতুন জোট গঠনের চিন্তা করছে তারা। দীর্ঘদিনের মিত্র জোটসঙ্গী জামায়াতকে বাদ দিয়ে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনের জোর তৎপরতা থাকবে বিএনপি নেতৃত্বাধীন সরকারবিরোধী এই নতুন জোটের পক্ষ থেকে। পাশাপাশি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য রূপরেখা তৈরি করে সে মোতাবেক কাজও করবেন তারা।
বিএনপির একাধিক সূত্র বলছে, বৈশ্বিক রাজনীতির সঙ্গে খাপ খাওয়াতে সংগঠন শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের গ্রহণযোগ্য করতে বিএনপি তৎপর। পাশাপাশি করোনা পরিস্থিতি ‘সরকারের অনুকম্পায়’ মুক্ত দলীয় প্রধান খালেদা জিয়ার স্থায়ী মুক্তি নিশ্চিত করার বিষয়ে নানা চিন্তা চলছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে।