মাত্রই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে এলেন সাকিব আল হাসান। গার্ড নেওয়ার জন্য উইকেটের ওপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটিং কোচ জন লুইসের সাহায্য দরকার তাঁর। কিন্তু সাকিব কী বলে ব্যাটিং কোচকে ডাকবেন বুঝতে পারছিলেন না। কারণ, কোচের নামই যে জানা ছিল না তাঁর!
পাশেই নেটেই ব্যাটিং করছিলেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন। উপায় না দেখে নাজমুলকে সাকিবের প্রশ্ন, ‘ব্যাটিং কোচের নাম কী রে?’ এরপর নাজমুলের নামটা বলে দিলে কোচকে সম্বোধন করার উপায় খুঁজে পান তিনি, ‘জন! লেগ স্টাম্প প্লিজ!’ মজাটা সেখানে থামেনি। লুইস লেগ স্টাম্প গার্ড দেখিয়ে দেওয়ার পরও সাকিব কেন যেন তাঁকে বিশ্বাসীই করছিলেন না, ‘তোমাকে আমার বিশ্বাস হয় না। যদিও আমার তোমাকে বিশ্বাস করা ছাড়া উপায় নেই।’ সাকিব মুখে ঠাট্টার সুরে বললেন। মজা করে লুইসও উত্তরে বলেন, ‘কে তুমি আমাকে বিশ্বাস করছ না?’