প্রাথমিক শিক্ষা হোক মানসম্মত

প্রথম আলো প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ০৮:৩০

গত বছরের মে-জুন মাসে আমাদের একটি ত্বরিত গবেষণায় শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমন চারটি উদ্বেগের কথা উঠে এসেছিল। এক, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বাড়তে পারে। দুই, বাল্যবিবাহের হার বাড়তে পারে। তিন, শিশু-কিশোরদের মধ্যে অপুষ্টির হার বাড়তে পারে। চার, শিশুশ্রম বাড়তে পারে। একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত। ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরে আমাদের আরেকটি জরিপে দেখা গেল, আমাদের ওই চার আশঙ্কা জনমানুষের আশঙ্কার সঙ্গে মিলে গেছে। সেই নেতিবাচক প্রভাবগুলো ক্রমাগত দৃশ্যমান হয়ে উঠছে। তার সঙ্গে শিশু-কিশোরদের ওপর সহিংসতাও যুক্ত হয়েছে।

বিশেষ করে মেয়েশিশুরা নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছে। এ ছাড়া দেখতে পাচ্ছি, সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও করোনাকালে পরিবারগুলোর আয়নিরাপত্তা ও খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। আমাদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যেসব পরিবার অভাব-অনটনের মধ্যে থাকত ১০ শতাংশ, সেই সংখ্যা এখন বেড়ে গেছে প্রায় চার গুণ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us