You have reached your daily news limit

Please log in to continue


রিচার্ড হেডলির রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন, টপকে গেলেন ম্যাকগ্রাকেও

ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসনের কাছে বয়স যেন শুধুই একটা সংখ্যা। ৩৮ বছর বয়সে ইনিংসে ৫ উইকেট নিয়ে রিচার্ড হেডলির রেকর্ড ভেঙে দিলেন তিনি। শনিবারের আগে অবধি নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার হেডলির সব চেয়ে বেশি বয়সে (৩৭ বছর) টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছিল। সেই রেকর্ড ভেঙে সব চেয়ে বয়স্ক পেসার হিসেবে ৫ উইকেট নিলেন অ্যান্ডারসন। সেই সঙ্গে টপকে গেলেন গ্লেন ম্যাকগ্রাকেও।শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দলে ছিলেন না অ্যান্ডারসন। দ্বিতীয় টেস্টে দলে ফিরেই আগুন ঝরালেন ইংরেজ পেসার। ২৯ ওভার বল করে ৬ উইকেট নিলেন মাত্র ৪০ রান দিয়ে। শ্রীলঙ্কার উইকেটকিপার নিরোশান ডিকওয়েলাকে ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই অ্যান্ডারসন টপকে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাকেও। কেরিয়ারে ২৯বার টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ম্যাকগ্রা। শনিবার তাঁকে টপকে ৩০বার ইনিংসে ৫ উইকেট নিলেন অ্যান্ডারসন। পেসারদের তালিকায় সামনে শুধুই হেডলি। ৩৬বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন কিউই পেসার।টেস্টে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় বোলারদের মধ্যে শীর্ষে যদিও মুথাইয়া মুরলীধরন। ৬৭বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ৩৭বার ইনিংসে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শেন ওয়ার্ন। এই তালিকায় চতুর্থ স্থানে অ্যান্ডারসন। কেরিয়ারে ৬০৬টি উইকেট নিয়েছেন ইংরেজ পেসার। জোড়ে বোলারদের মধ্যে তিনিই শীর্ষে রয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন