জনসম্মুখে সংসার ভাঙনের খবর জানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেতা ইমরান খান ও তার স্ত্রী অবন্তিকা মালিক।
কিন্তু বছর খানেক আগে দেওয়া এই ঘোষণা নিয়ে দুই পক্ষ সবসময়ই নীরব থাকে। অনেকের মতে অভিনয় ক্যারিয়ারে খুব একটা সুবিধা না করতে পারায় অবন্তিকার সঙ্গে ঝগড়া হতো ইরমানের। আর এ কারণেই নাকি তারা সংসারের ইতি টানেন।