বয়স ষাটের কোটায় তবুও যেন চির তরুণ বলিউড অভিনেতা অনিল কাপুর। এখনো লাখো নারীর হৃদয়ে জায়গা করে আছেন তিনি। এখন পর্যন্ত বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন অনিল কাপুর। পর্দায় অনেকবারই বাবার চরিত্রে হাজির হয়েছেন অনিল। ‘দিল ধাড়াকনে দো’ সিনেমায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু শুরুতে এই চরিত্রে অভিনয় করতে চাননি তিনি। তাকে এ বিষয়ে রাজি করিয়েছেন তার ছেলে হর্ষবর্ধন কাপুর।
এক সাক্ষাৎকারে অনিল কাপুর বলেন, সত্যি বলতে, প্রিয়াঙ্কার বাবা হতে চাইছিলাম না। আমাদের দু’জনের একসঙ্গে একটি রোমান্টিক সিনেমা করার কথা ছিল। এটিই সমস্যা ছিল।