কপিরাইট ইস্যু নিয়ে এক দেশে চুক্তি, এক দেশে হুমকি দিল গুগল
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ১২:০০
প্রথমবারের মতো কপিরাইট নিয়ে ফরাসি প্রকাশকদের সঙ্গে একটি চুক্তি করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। চুক্তি অনুযায়ী, গুগল প্রকাশকদের অনলাইন কনটেন্টের জন্য ডিজিটাল কপিরাইট অর্থ প্রদান করবে। এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
কয়েক মাস আলোচনার পরে গুগল ফ্রান্স ও ফরাসি প্রকাশকদের জোট অ্যালায়েন্স ডি লা প্রেস ডি’ইনফরমেশন জেনারেল (এপিআইজি) গতকাল বৃহস্পতিবার জানায়, তারা এমন একটি কাঠামোতে পৌঁছাতে সক্ষম হয়েছে, যার অধীনে গুগল কয়েকটি প্রকাশনার সঙ্গে আলাদা চুক্তি করবে। ইতিমধ্যে ফরাসি জাতীয় দৈনিক লে মন্দ, লে ফিগারোসহ কয়েকটি প্রকাশনার সঙ্গে স্বতন্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েও গেছে।