দুই রোহিঙ্গাকে জন্মসনদ দেওয়ার মামলায় জামিন পেলেন সুনামগঞ্জের মেয়র
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ২২:০৬
সুনামগঞ্জে প্রতারণার মাধ্যমে দুই রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট করার চেষ্টা মামলায় জামিন পেয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত ও জেলা আইনজীবী সমিতির সদস্য কাওসার আলম। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-এ-ইলাহীর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। খবরটি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পুলিশের কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ।
এই মামলায় গতকাল বুধবার আদালত পৌর মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন।