রাম মন্দির প্রকল্পে ৫ লাখের অনুদান রাজ্যপাল ধনখড়ের
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১৭:৪৮
উত্তরপ্রদেশের অযোধ্যায় গড়ে উঠছে রাম মন্দির (Ram Temple), আর বাংলা থেকে অনুদান দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড় মোট ৫ লাখ ১ টাকার অনুদান দিয়েছেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ড্রাফ্টে করে এই অনুদান রাজভবনে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ও শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রতিনিধিদের হাতে তুলে দেন তিনি। এ খবর নিজেই টুইট করে জানিয়েছেন রাজ্যপাল।
উল্লেখ্য, অনুদান কর্মসূচি নিয়ে রবিবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানান, তিনদিনের মধ্যে প্রায় ১০০ কোটি টাকার অনুদান সংগ্রহ হয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে অনুদান সংগ্রহের এই কর্মসূচি শুরু হয়েছে, যা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলেও উল্লেখ করেন তিনি।