পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে কাশিমগঞ্জ গ্রাম। এই গ্রামেই গৃহহীন পরিবারের জন্য নির্মিত হয়েছে ৯টি পাকা বাড়ি। নদীর পাড়ের আশপাশে অবারিত মাঠ। চারদিক ফল-ফসলের গাছপালা। সবুজের সমারোহে গড়ে উঠেছে গৃহহীনদের এই পল্লী। দৃষ্টিনন্দন বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে গৃহহীনদের জন্য গুচ্ছগ্রাম প্রতিষ্ঠিত করা হয়েছে উত্তরের পর্যটন এলাকা তেঁতুলিয়ায়।
রনচন্ডি এলাকায় গৃহহীনদের বাড়ি নির্মাণে জমি পাওয়া যাচ্ছিল না। এসময় এগিয়ে আসেন বীর মুক্তি যোদ্ধা আব্দুল মালেক। তিনি গৃহহীনদের জন্য ৯০ শতক কৃষি জমি দান করেছেন। এই জমিতে গড়ে উঠেছে ৩২টি বাড়ি। গুচ্ছগ্রামটির নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক নগর গুচ্ছ গ্রাম।