ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটলেন গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু

ইনকিলাব প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ০৯:১৪

মুসলমানদের প্রতিবাদের মুখে ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটেছেন গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু ইরুতিমুস। তিনি দাবি করেছেন, ইসলাম ধর্ম ও সব মুসলমানকে তিনি যুদ্ধকামী মনে করেন না। কেবল উগ্রপন্থী মুসলমানদের কথা ভেবেই তিনি এ ধরণের মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, মুসলমানদের মধ্যে একদল উগ্রপন্থী ইসলাম ধর্মকে ভিন্নভাবে তুলে ধরছে।

গ্রিসের এই পাদ্রী এর আগে গ্রিসের ওপেনটিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ইসলাম কোনো ধর্ম নয়, এটি একটি রাজনৈতিক দল এবং মুসলমানেরা যুদ্ধকামী। এরপরই সেদেশের মুসলমানেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কোনো কোনো দেশও এর প্রতিবাদ জানায়। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গ্রিক পাদ্রী যে বক্তব্য দিয়েছেন তা উসকানিমূলক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us