নেতাজির জন্মদিন এবার 'পরাক্রম দিবস', নয়া ঘোষণা মোদী সরকারের
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১, ১২:০৮
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তীর মুখে নয়া ঘোষণা করল মোদী সরকার। এবার থেকে প্রতি বছর নেতাজির জন্মদিনকে 'পরাক্রম দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে সংস্কৃতি মন্ত্রক।
এদিন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজির অবদানের কথা স্মরণ করে তাঁর জন্মদিনকে 'পরাক্রম দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।