লিগ শিরোপা ধরে রাখার অভিযানে মৌসুমের শুরু থেকেই ধুঁকছে ইউভেন্তুস। মাঝে ছন্দে ফেরার আভাস দিলেও সবশেষ ইন্টার মিলানের বিপক্ষে বাজে খেলে হেরেছে তারা। দলের এমন বিবর্ণ পারফরম্যান্সের পর খেলোয়াড়দের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ আন্দ্রেয়া পিরলো। এর চেয়ে বাজে পারফরম্যান্স হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।