সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ১৪:৫৮
পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১৭ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ নির্দেশ দেন।
এ দিন আদালতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদনটি করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবেদনটি মঞ্জুর করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এসব তথ্য জানান।