রাজধানীর গুলশান এলাকায় পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার ভোর ৫টার দিকে সুবাস্তু শপিংমল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গুলশান থানার এসআই সিনথিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরের দিকে একটি চলন্ত পিকআপের ধাক্কায় ওই পথচারী নিহত হন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।