নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এমপিওভুক্ত করতে গিয়ে জটিলতা তৈরি হওয়ায় তিন বিষয়ের শিক্ষকদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বৃস্পতিবার মাউশির শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) চন্দ্র শেখর হালদার স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য চাওয়া হয়েছে। এতে সমাজবিজ্ঞান, বাংলা ও ইংরেজি বিষয়ে কর্মরত শিক্ষকদের তথ্য আগামী ১৭ জানুয়ারির মধ্যে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।
নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহ করে নির্ধারিত ছকে আগামী ১৭ জানুয়ারি মধ্যে মাউশিতে পাঠানোর জন্য সব অঞ্চলের উপ-পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, প্রতিষ্ঠান সভাপতি ও প্রধান শিক্ষককে বলা হয়েছে।