উইরোপে যাচ্ছে রংপুরের শতরঞ্জি

ইত্তেফাক প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২১, ১৭:২৫

রংপুর মহানগরীর উপকণ্ঠে সেনানিবাসের পশ্চিমে ঘাঘট নদীর তীরে অবস্থিত গ্রাম নিসবেতগঞ্জ। যা শতরঞ্জি নামক শিল্পের ইতিহাস ও ঐতিহ্যের গ্রাম। এ গ্রামের প্রায় বাড়িতেই শোনা যায় বাঁশের তৈরি নর শতরঞ্জি তাঁতের মেশিনে উৎপাদনের ঘটাং ঘটাং শব্দ। শতরঞ্জি শিল্পের কারিগররা আপন মনে বুনে চলছেন নানান রকমের শতরঞ্জি।

অষ্টাদশ শতকের চল্লিশের দশকে ব্রিটিশ নাগরিক মি. নিসবেত তৎকালীন তদানীন্তন রংপুর জেলার কালেক্টর ছিলেন। সেই সময়ে নিসবেতগঞ্জ মহল্লার নাম ছিল পীরপুর গ্রাম। সেই পীরপুর গ্রামে তৈরি হতো মোট মোটা ডোরাকাটা রং বেরংয়ের সুতার তৈরি গালিচা বা শতরঞ্জি। মি. নিসবেত এসব শতরঞ্জি দেখে মুগ্ধ হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us