কক্সবাজারের রামু উপজেলার বৃহত্তর গর্জনিয়া বাজারে আগুনে পুড়ে গেছে বড় চালকলসহ ১১টি দোকান। এতে আনুমানিক তিন কোটিরম বেশি ক্ষতি হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে আবু তাহের কোম্পানির চালকলে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ব্যবসায়ী এইচ আর সোহেল জানান, তাহের কোম্পানির চালকল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু ও কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াইটার দিকে এসে আগুন নেভাতে শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও পুলিশ।