করোনাকালীন খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন মণ্ডলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে ইউনিয়নের চাতাল এলাকা থেকে তাঁকে আটক করে র্যাব-১৩।