বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন উপলক্ষে রাজধানীর বেশ কয়েকটি সড়ক বন্ধ থাকায় ওই সব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে অফিসগামী মানুষ পড়ে ভোগান্তিতে। পুলিশের পক্ষ থেকে সড়কগুলো বন্ধ থাকার কথা জানানো হলেও অধিকাংশ মানুষই তা জানে না বলে জানিয়েছেন। নগরীর কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রবিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে থেকে এই ম্যারাথন শুরু হয়। দেশী-বিদেশি দুই শতাধিক অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশ নেন। এই ম্যারাথনের রুট ছিল আর্মি স্টেডিয়াম-কাকলী রেল ক্রসিং-কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান ২-গুলশান ১-পুলিশ প্লাজা হয়ে হাতিরঝিল। এসময় এই সড়কগুলো বন্ধ রাখা হয়। ফলে যাবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়।