দৈনিক সংক্রমণ আটকে সাড়ে ১৮ হাজারেই, এক দিনে করোনায় মৃত্যু কমে ২০১

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১, ১০:৩২

টিকাকরণের প্রস্তুতির মধ্যে দেশে দৈনিক করোনা পরিসংখ্যানে ওঠানামা চলছেই। দৈনিক আক্রান্ত কখনও ২০ হাজার ছাড়িয়ে যাচ্ছে। কখনও আবার নেমে আসছে ১৬ হাজারে। তবে দৈনিক আক্রান্তের তুলনায় প্রতিদিন বেশি সংখ্যক মানুষের সুস্থ হয়ে ওঠায় খানিকটা হলেও স্বস্তি মিলছে‌।

রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৬৪৫ জন। এর আগে, গত দু’দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ২২২ এবং ১৮ হাজার ১৩৯। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ১ কোটি ৪ লক্ষ ৫০ হাজার ২৮৪ মানুষ কোভিডে সংক্রমিত হয়েছেন।

এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ২৩ হাজার ৩৩৫। গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষা করা হয়। প্রতি ১০০ জনে যত জনের রিপোর্ট পজিটিভ আসে, তাকে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। এই মুহূর্তে দেশে সংক্রমণের হার ২.২১ শতাংশ, গতকাল যা ছিল ১.৯৯ শতাংশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us